
কুষ্টিয়ায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। কুষ্টিয়া লাহিনী বটতৈল মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ইজতেমা আয়োজক কমিটির সূত্রে জানা যায়, ইজতেমায় প্রতিদিন গুরুত্বপূর্ণ বয়ান হবে। এতে দেশি-বিদেশি ওলামায়ে কেরামরা বয়ানে অংশ নেবেন। শনিবার (২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘জেলা ইজতেমা’ শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
কুষ্টিয়া জেলা তাবলীগ জামায়াতের সাদ গ্রুপের আমির আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ফজরের পর থেকে ইজতেমার মূল আমল শুরু হয়েছে। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।