০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতের আল বেয়ে পদচিহ্নে

ক্ষেতের আল বেয়ে পদচিহ্নে

শাহনাজ পারভীন মিতা

শেষ বিকেলের কনে দেখা আলোয়
ধান ক্ষেতের আল বেয়ে,
যখন দাঁড়ালাম দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
দুচোখ বুজলাম গভীর অনুভবে।

যেই পথ ধরে হেটে গেছেন পিতা পিতামহ
সেই পদচিহ্ন ক্ষেতের আল বেয়ে,
আমিও পায়ে পায়ে সেই পথে
ধীরে খুব ধীরে এক পা দু,পায়ে ।

কুয়াশায় ঢাকা মেঠো পথ ,গোধূলি বিকেল
দূরে রসুনের ক্ষেত, হলুদ সরিষা ,
মুগ্ধ দৃষ্টি অপার অনুভূতি মনের আয়নায়
যেখানে পূর্বপুরুষের পদচিহ্ন দেখা যায় ।

নতুন ধানের মৌ মৌ গন্ধ মাঠ জুড়ে
তারই মাঝে নিস্তব্ধ দূর নিশ্বাস,
হু হু লিলুয়া বাতাস বয়ে যায়
কে যায় কে যায়! গোধূলি আলোয়।

সুদূর অতীত থেকে বর্তমান
সময় চলে চলে,মানুষ আসে মানুষ যায়,
প্রিয়জন মিশে রয় এই মাটির বুকে
প্রজন্মের মাঝে বেঁচে থাকে জীবন আশ্বাস।

তাই বাড়াই হাত ভবিষ্যতের নীড়ে
যেখানে বেঁচে থাকবো এই আমি,
রঙ বেরঙের স্বপ্ন ঘুড়ির সূতার বাঁধনে
মানুষ বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে।

ট্যাগ:
রিপোর্টার সম্পর্কে দেখুন

জনপ্রিয় খবর

ক্ষেতের আল বেয়ে পদচিহ্নে

প্রকাশের সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ক্ষেতের আল বেয়ে পদচিহ্নে

শাহনাজ পারভীন মিতা

শেষ বিকেলের কনে দেখা আলোয়
ধান ক্ষেতের আল বেয়ে,
যখন দাঁড়ালাম দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
দুচোখ বুজলাম গভীর অনুভবে।

যেই পথ ধরে হেটে গেছেন পিতা পিতামহ
সেই পদচিহ্ন ক্ষেতের আল বেয়ে,
আমিও পায়ে পায়ে সেই পথে
ধীরে খুব ধীরে এক পা দু,পায়ে ।

কুয়াশায় ঢাকা মেঠো পথ ,গোধূলি বিকেল
দূরে রসুনের ক্ষেত, হলুদ সরিষা ,
মুগ্ধ দৃষ্টি অপার অনুভূতি মনের আয়নায়
যেখানে পূর্বপুরুষের পদচিহ্ন দেখা যায় ।

নতুন ধানের মৌ মৌ গন্ধ মাঠ জুড়ে
তারই মাঝে নিস্তব্ধ দূর নিশ্বাস,
হু হু লিলুয়া বাতাস বয়ে যায়
কে যায় কে যায়! গোধূলি আলোয়।

সুদূর অতীত থেকে বর্তমান
সময় চলে চলে,মানুষ আসে মানুষ যায়,
প্রিয়জন মিশে রয় এই মাটির বুকে
প্রজন্মের মাঝে বেঁচে থাকে জীবন আশ্বাস।

তাই বাড়াই হাত ভবিষ্যতের নীড়ে
যেখানে বেঁচে থাকবো এই আমি,
রঙ বেরঙের স্বপ্ন ঘুড়ির সূতার বাঁধনে
মানুষ বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে।